ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ায় বন্যার্তদের চিকিৎসায় ১০০টি মেডিকেল টিম গঠন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। বন্যার্তদের চিকিৎসা ও প্রয়োজনী পরামর্শ দিতে এসব টিম ১০০টি ইউপিতে কাজ করবে।
জেলার সিভিল সার্জন ডা. মো. একরামউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, বন্যা মোকাবিলায় জেলার ১০০টি ইউপিতে ১০০টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। প্রতিটি উপজেলায় একটি করে রেপিড রেসপন্স টিম রয়েছে। প্রতিটি মেডিকেল টিমে একজন মেডিকেল অফিসারের নেতৃত্বে একজন হেলথ ইন্সপেক্টর ও স্বাস্থ্য কর্মীরা কাজ করছেন। এরই মধ্যে নাসিরনগর ও আখাউড়ার উপজেলার প্রতিটি ইউপিতে মেডিকেল টিম কাজ শুরু করেছে। বাকি উপজেলায় মেডিকেল টিম প্রস্তুত রয়েছে।
ডা. মো. একরামউল্লাহ জানান, মেডিকেল টিম বন্যা কবলিত প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন দেবে। একই সঙ্গে ছোট শিশুরা যাতে পানিতে না পড়ে সে বিষয়ে অভিভাবকদের পরামর্শ দেবে।
তিনি আরো জানান, বন্যাকালে সাপের উপদ্রপ বেড়ে যায়। সেজন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ‘এন্টি ভেনম ভেনাম’ মজুদ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও ‘এন্টি ভেনম ভেনাম’ পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
বন্যা পরিস্থিতির দিকে সার্বক্ষণিক নজর রেখে জেলা স্বাস্থ্য বিভাগ মানুষকে সবধরনের স্বাস্থ্যসেবা দেবে বলেও জানান সিভিল সার্জন ডা. মো. একরামউল্লাহ।
Leave a Reply