মো.হাসমত উল্ল্যাহ, লালমনিরহাট: লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানাধীন কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর মৌজা এলাকা হইতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ফেন্সিডিল ও অটোসহ একজনকে গ্রেফতার করেন। ঘটনার স্থান থেকে কৌশলে পালিয়ে যায় এক জন।
লালমনিরহাট ডিবি অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিরুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ ইব্রাহীম খলিল, এসআই/মোঃ ফেরদৌস সরকার, এএসআই মোফাজ্জল হোসেন, ও সঙ্গীয় ফোর্স সহ লালমনিরহাটের কালিগঞ্জ থানাধীন কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর মৌজা হইতে মোঃ জিয়াউর রহমান বাপ্পি এর চালিত অটো ইজি বাইকের চালকের আসনের নিচ হইতে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ৩৯ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল ও মাদক বহনকারী অটো ইজিবাইকসহ হাতেনাতে গ্রেফতার করা হয় এবং অপর আসামী মোঃ ফারুক মিয়া কৌশলে পালিয়ে যায়।
লালমনিরহাট ডিবি অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানাধীন কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর এলাকা হইতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ৩৯ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল ও মাদক বহনকারী অটো ইজিবাইকসহ জিয়াউর রহমান বাপ্পি, নামের এক জনকে গ্রেফতার করেন ডিবি পুলিশ।
Leave a Reply