ফারহানা আক্তার, জয়পুরহাট: জয়পুরহাটে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জেলা ছাত্রলীগের সাবেক নেতা খাজা আল আমীন সোহাগকে (৪১) গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার রাতে জয়পুরহাট শহরের পূর্ব বাজার এলাকার একটি পুরাতন বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সোহাগ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অধ্যক্ষ খাজা সামছুল আলমের ছেলে। ইতিপূর্বে জেলা ছাত্রলীগের সাবেক উপ-সমাজসেবক বিষয়ক সম্পাদক ছিলেন। তার বাড়ি জয়পুরহাট পৌরসভার জামালগঞ্জ সড়ক সংলগ্ন ৬নং ওয়ার্ডের নতুন হাট এলাকায়।
তার বিরুদ্ধে গত বৃহস্পতিবার জয়পুরহাট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন জয়পুরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি ও জয়পুরহাট পৌরসভার প্যানেল মেয়র দেওয়ান ইকবাল হোসেন সাবু।
ওই মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, খাজা আল আমিন সোহাগ তার ফেসবুক একাউন্ট থেকে জেলা আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় একাধিক নেতার নামে মানহানিকর, কুরুচিপূর্ণ ও অসত্য বক্তব্য লাগামহীনভাবে লিখে তা প্রচার করে আসছে। একইসঙ্গে তার ১০-১২ জন সহযোগী এসব বক্তব্য শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। নেতাদের পাশাপাশি জেলা প্রশাসকের নামেও অসত্য লিখে পোষ্ট দেয় সোহাগ। যার প্রেক্ষিতে সংক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন বৃহস্পতিবার বিচারক আব্দুল্লাহ আল আমিনের আদালতে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(১)/ ২৯(১)/৩১/৩৫ ধারায় মামলাটি দায়ের করেন।
আদালতের বিচারক জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলাটি গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলে জয়পুরহাট থানা ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
মামলায় বাদী পক্ষের আইনজীবী উদয় সিংহ বলেন, আদালতের বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি এজাহার হিসেবে গণ্য করে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
জয়পুরহাট সদর থানার ওসি একেএম আলমগীর জাহান জানান, আদালতের নির্দেশ পেয়ে শুক্রবার জয়পুরহাট থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে শহরের পূর্ব বাজারের একটি পুরাতন বাড়ি থেকে সাবেক ছাত্রলীগ নেতা খাজা আল-আমীন সোহাগকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply