মুক্তার হাসন, রাজশাহীঃ রাজশাহীর প্রধানমন্ত্রীর উপহারর ঘর পেয়ে বদলে গেছে গাদাগাড়ীর ৭টি ভূমিহীন সাঁওতাল পরিবারের জীবনমান। নিজের একটি পাকা-পরিছন্ন ঘর থাকার স্বপ পূরণ হয়েছে তাদের নিরাপদ ও মজবুত স্থায়ী ঘর পেয়ে।
সরেজমিনে উপজেলার এমনই একটি গ্রামের নাম জীওলমারী, যেখানে ৪৫টি সাওতাল পরিবারের বসবাস রয়েছে। গ্রামটি ৭ নং দেওপাড়া ইউনিয়নের জীওলমারী গ্রামের ৬নং ওয়ার্ডে অবস্থিত। প্রত্যেকটি পরিবারেরই বসবাস সরকারের ২ নং খাস জমিতে।
এরা সামাজিকভাবে বিছিন্ন ও আর্থিকভাবে সঙ্কটাপন্ন। প্রয়ােজনীয় তথ্য ও যােগাযাগের অভাবে সরকারের বিভিন্ন ধরনের সুযােগ-সুবিধা থেকেও তারা বঞ্চিত। এসব ঘর বাস করা মানুষদের পরিবার প্রধানরা হলেন পাত্রাস মার্ডি, সটু মার্ডি, তাহাসিন মার্ডি, সাহাগী টুডু, বিশ্বনাথ হাঁসদা, ইলিয়াস সরেন ও ইসমাইল মাডি জানান, যে মানবতর জীবনমান থেকে মুক্তি পেয়ে এখন তারা সুখ-স্বাছদ পরিবার পরিজন নিয় জীবন যাবন করছেন।
রিইব-এর মাঠ সম্বয়কারী ও মানবাধিকারকর্মী বাবুল চদ্র জানান, যে রিসার্চ ইনিশিয়টিভস বাংলাদেশ (রিইব) ২০২১ সনের মাঝামাঝি গ্রামটিতে মাধ্যম গণগবেষণা দল গঠন করা হয়। গণগবেষণার প্রাথমিক ধাপ জনগাষ্ঠী/ এলাকার সমস্যা চিহ্নিত করার পর্ব ভূমিহীনতা ও জরাজীর্ণ বাসানর বিষয়টি অন্যান্য সমস্যার সাথ ওঠে আসে।
Leave a Reply