নুরুজ্জামান, ঝালকাঠি: ঝালকাঠি সদর উপজেলার মানপাশা শেরে বাংলা মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরিক্ষার্থী-২০২২ এর বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬জুন) সকাল ১১ টায় বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি খান আরিফুর রহমান।
এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলোজির অধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির শিক্ষক প্রতিনিধি মোঃ বাদশা মিয়া, মাওলানা মোঃ আমির হোসাইন, শিক্ষক মোঃ মোকলেছুর রহমান, এলাকার সমাজসেবক আব্দুস সত্তার হাওলাদার, কাজী গোলাম মোস্তফা, আব্দুস সত্তার তালুকদার, আঃ রব হাওলাদার, লস্কর তৌহিদ, কামাল সরদার, হাফিজুর রহমান, মাহমুদ খোন্দকার প্রমুখ।
বক্তরা শিক্ষার্থীদের পড়াশোনা করে পরিক্ষায় ভালো ফলাফল অর্জন করে উন্নত জীবন গড়ার পরামর্শ প্রদান করেন। তারা আরও বলেন নকল মুক্ত পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করে সফলতা অর্জন করতে হবে এবং পরীক্ষা হলে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা মোঃ আমির হোসাইন।
Leave a Reply