এস.এম দুর্জয়: গাজীপুরের রাজেন্দ্রপুর রেঞ্জের পূর্ব বিট আওতাধীন জবরদখলে থাকা বন বিভাগের ১২ একর জমি উদ্ধার করে বনায়ন করেছে বন বিভাগ।
বনবিভাগের উদ্ধার কৃত জমি ইজ্জপুর বাজার কাফিলাতলী, রেললাইনের পশ্চিম পাশে বনবিভাগের জমি দখল মুক্ত করা হয়। জানা যায় মৃত নইমুদ্দিনের ছেলে মোঃহেলাল উদ্দিনের দখলে থাকা প্রায় ১২ একর জমি দখলে ছিল। উদ্ধার কৃত জমির দাগ নং এস এ-৭,আর এস ১৩ ৯ ৬ বনবিভাগ।
উদ্ধার কৃত জমি ১২ একর প্রায় ৩৬ বিঘা, জমির মূল্য প্রায় ৭ কোটি টাকার চেয়ে বেশি হবে বলে জানা যায়। হেলান উদ্দিন জানান তার বাবা প্রায় ১শ বছর আগে এলাকায় আসে এরপর জমি জবরদখল করে ভোগদখলে ছিল। এখন আর এস রেকর্ড বনবিভাগের নামে হওয়ায় আমার জমিতে বাগান লাগাচ্ছে।
রাজেন্দ্রপুর পূর্ব বিট অফিসার আইয়ূব খাঁন জানান, হেলান উদ্দিনের দখলে থাকা বনবিভাগের ১২ একর জমি উদ্ধার করে বনায়ন কাজ শুরু করেছি।জবরদখলে থাকা বনবিভাগের জমি উদ্ধারের কাজ অব্যাহত থাকবে।
Leave a Reply