শফিকুল ইসলাম হিরো, ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে খাল থেকে হাত পা বাধা অবস্থায় পংকজ চন্দ্র শীল (৩৫) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় কুলকাঠি ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের পোনাবালিয়া বাজারের পাশে খাল থেকে লাশটি উদ্ধার করে উপরে উঠে রাখে স্থানীয়রা। খবর পেয়ে নলছিটি থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত পংকজ চন্দ্র শীল (৩৫) বারইকরন গ্রামের সুকের রঞ্জন শীলের বড় মেয়ে সোনালীর স্বামী। সে ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস মোড় সংলগ্ন একটি সেলুনে কাজ করতো।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে খালে মৃতদেহ ভাসতে দেখে উদ্ধার করে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। এসময় তার হাত পা বাঁধা অবস্থায় ছিলো। কান দিয়ে রক্ত বের হচ্ছিল।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য আগামীকাল সকালে ঝালকাঠি সদর হাসপাতালে প্রেরণ করা হবে।
Leave a Reply