শাহাদুল ইসলাম (বাবু), নওগাঁ: এক সময় পাটকে সোনালী আঁশ বলা হতো। সেই বিশ্বব্যাপী সোনালী পাটের গৌরবময় অতীত হারিয়ে গেলেও নতুন করে আবার পাটের অপা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। চলতি মৌসুমে নওগাঁর মান্দার উপজেলায় পাটের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
টানা কয়েক বছর ধরে সোনালী আঁশের মূল্য ভালো পাওয়ায় পাট চাষ করে আর্থিকভাবে লাভবান হয়েছেন স্থানীয় কৃষকেরা। ফলে এ বছরেও ব্যাপক হারে পাট চাষ করেছেন মান্দার কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকলে পাটের বাম্পার ফলন ও ভালো দামের স্বপ্ন দেখছেন উপজেলার প্রান্তিক কৃষকেরা।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মাঠের পর মাঠ সবুজের সমারোহ যেন দেখেয় চোখ জুড়ায়। পাটের সবুজ পাতার সাথে দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বপ্ন আবহাওয়া অনুকূলে থাকলে এবছরও পাটের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। কিন্তু ভরা মৌসুমে পাটের বাজার মূল্য কম থাকে। এসময় ব্যবসায়ীরা কম দামে পাট কিনে মজুত করে রেখে পরবর্তী সময়ে অনেক বেশি দামে বিক্রি করে। এতে আমরা প্রান্তিক কৃষকেরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়।
আবহাওয়া অনুকূলে থাকায় এবছরও পাটের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। আশা করি, কৃষকেরা তাদের উৎপাদিত স্বপ্নের সোনালী পাট ঘরে তুলতে পারবেন এবং কৃষক যাতে সোনালী আঁশের ন্যায্য মূল্য পায়, সে ব্যাপারে সরকারের সজাগ দৃষ্টি রয়েছে।
Leave a Reply