সেলিম শেখ, ফকিরহাটঃ ফকিরহাটে থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলটসহ দুইজন মাদককারবারি ও একজন ওয়ারটভুক্ত আসামীকে আটক করেছে।
পুলিশ জানায়, বুধবার রাত ১১টা ৫০মিনিটর দিকে গােপন সংবাদ পেয়ে মডল থানার এসআই বিল্লাল হাসান ও এএসআই আব্দুল্লাহ আল মামুন সহ সংগীয় ফার্স ফকিরহাট বাজার এলাকায় অভিযান চালিয় মাদককারবারি আল মামুন শিকদার জুয়ল (২৬) ও মা. শহিদুল ইসলাম বাদল (৩৫) ক আটক কর।
এসময় তাদর কাছ থেকে ১৩পিচ ইয়াবা ট্যাবলট উদ্ধার করে পুলিশ।আটককৃত আল মামুন শিকদার জুয়ল নলধা এলাকার আশরাফুল শিকদারের ছেলে এবং শহিদুল ইসলাম বাদল কাকডাঙ্গা গ্রামের শেখ জুলফিকার আলীর ছেলে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফকিরহাট মডেল থানায় একটি মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।
অপরদিকে, রফিকুল ইসলাম (৩৩) নামের এক ওয়ারটভুক্ত আসামীক আটক করেছে পুলিশ। তাকে বুধবার রাতে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আটককৃত রফিকুল ইসলাম টাউন নওয়াপাড়া এলাকার মৃ. মাজাফফার শেখের ছেলে। সে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার ওয়ারটভুক্ত আসামী বলে পুলিশ জানায়।
Leave a Reply