মো.হাসমত উল্ল্যাহ, লালমনিরহাটঃ লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানাধীন কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর মৌজা এলাকা হইতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে গাঁজা ও মোটরসাইকেল সহ দুই জনকে গ্রেফতার করেন।
লালমনিরহাট ডিবি অফিসার ইনচার্জ (ওসি)মোঃ আমিরুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ ইব্রাহীম খলিল, এএসআই/মোঃ মোফাজ্জল হোসেন, এএসআই/আমিনুল ও সঙ্গীয় ফোর্স সহ লালমনিরহাটের কালিগঞ্জ থানাধীন কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর মৌজা হইতে পৃথক ০২ টি অভিযানে চালিয়ে মোঃ মুশফিকুর রহমান এর পিঠে থাকা স্কুল ব্যাগ ও মোঃ সোহেল রানা এর চালিত মোটর সাইকেল এর বাম পার্শ্বের হুকে প্লাস্টিকের বাজার করা ব্যাগের ভিতর হইতে ৩ কেজি ৪০০ গ্রাম ও ৩ কেজি ১০০গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ মোট ৬ কেজি ৫০০গ্রাম মাদকদ্রব্য গাঁজা ও গাঁজাবহনকারী ০২ টি মোটর সাইকেলসহ হাতেনাতে গ্রেফতার করেন লালমনিরহাট ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় দুইটি মামলা হয়।
লালমনিরহাট ডিবি অফিসার ইনচার্জ (ওসি)মোঃ আমিরুল ইসলাম, জানান গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানাধীন কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর এলাকা হইতে ডিবি পুলিশ পৃথক ০২ টি অভিযান চালিয়ে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ৬কেজি ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা ও দুইটি মোটরসাইকেলসহ মুশফিকুর রহমান, ও সোহেল রানা, নামের দুই জনকে গ্রেফতার করেন ডিবি পুলিশ।
Leave a Reply