মোঃ সবুজ মিয়া, বগুড়া: বাঙালির মুক্তির সনদ ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ছয় দফা দিবস’ উপলক্ষে আগামী ৭ জুন (মঙ্গলবার) বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা শাখার উদ্যোগে নিম্নবর্ণিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রোববার জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয় জানানো হয়।
কর্মসূচীর মধ্যে সকাল ৮ টায় দলীয় কার্যালয়ে সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল সোয়া ৮টায় দলীয় কার্যালয়ের রক্ষিত বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ। সকাল সাড়ে আটটায় দলীয় কার্যালেয় দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা।
উক্ত কর্মসূচিতে বগুড়া জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীকে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
Leave a Reply