সেলিম শেখ, ফকিরহাট: ফকিরহাটের বেতাগা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ৬৯তম জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এন.আর.এল.জি) এর ৪০জন ইউপি সচিবদের দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষনের অংশ হিসাবে বেতাগা ইউপি’র অর্জন সম্প্রর্কীত পারস্পরিক শিক্ষন কর্মশালা রবিবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়েছে।
বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ স্বপন দাশ।
সম্মানীত অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, বিশেষ অতিথি ছিলেন, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআরএলজি) এর উপ-পরিচালক সাইয়েমা হাসান ও শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ অমিত রায় চৌধুরী।
প্রশিক্ষনে বাগেরহাট,বরিশাল,সাতক্ষীরা,খাগড়াছড়ি, নিলফামারী, ব্রাম্মনবাড়িয়া, মৌলভীবাজার ও মাদারীপুর জেলাসহ মোট ৪০জন ইউপি সচিব অংশ গ্রহন করেন।
ঢাকাস্থ জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআরএলজি) এর সার্বিক সহযোগীতায় এবং বেতাগা ইউনিয়ন পরিষদের
আয়োজনে উক্ত কর্মমালা অনুষ্ঠিত হয়েছে। পরে প্রশিক্ষনার্থীরা প্রাণী সম্পদ সাব সেন্টার,অর্গানিক বেতাগা,বেতাগা ইউপির নিজস্ব অর্থায়নে মাসকাটা মাধ্যমিক বিদ্যালয়ের দ্বীতল একাডেমিক ভবন, বেতাগা পাবলীক লাইব্রেরী ও মাসকাটা কমিউনিটি
ক্লিনিকসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
Leave a Reply