মো.হাসমত উল্ল্যাহ, লালমনিরহাট: জেলার কালিগঞ্জ থানাধীন কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর মৌজা এলাকা হইতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ফেন্সিডিল সহ দুই জনকে গ্রেফতার করেন।
লালমনিরহাট ডিবি অফিসার ইনচার্জ (ওসি)মোঃ আমিরুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ ইব্রাহীম খলিল, এএসআই/মোঃ মোফাজ্জল হোসেন, এএসআই/ আমিনুল,ও সঙ্গীয় ফোর্স সহ লালমনিরহাটের কালিগঞ্জ থানাধীন কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর মৌজা হইতে মোঃ সামিউল ইসলাস রতন এর ডান হাতে থাকা সাদা রংয়ের প্লাস্টিকের বাজার করা ব্যাগে লাল রংয়ের প্লাস্টিকের নেটের বস্তার ভিতর রক্ষিত অবস্থায় ২৬ বোতল এবং মোঃ সাকিব হাসান এর ডান হাতে থাকা সাদা রংয়ের প্লাস্টিকের বাজার করা ব্যাগে লাল রংয়ের প্লাস্টিকের নেটের বস্তার ভিতর রক্ষিত অবস্থায় ২৬ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ দুই জনের কাছ থেকে মোট (২৬+২৬)=৫২ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ তাদেরকে গ্রেফতার করেন লালমনিরহাট ডিবি পুলিশ। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা হয়।
লালমনিরহাট ডিবি অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানাধীন কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর এলাকা হইতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ৫২ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ সাকিব হাসান ও সামিউল ইসলাস রতন, নামের দুই জনকে গ্রেফতার করেন ডিবি পুলিশ।
Leave a Reply