ডেস্ক রিপোর্ট: বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমাদের ঋণ শোধ হওয়ার নয় বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন। শুক্রবার দুপুরে ভোলার লালমোহন পৌর শহরের চৌরাস্তা মোড়ে দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য, সন্ত্রাসী ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
নুরুন্নবী চৌধুরী বলেন, কোনো ষড়যন্ত্রই দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ষড়যন্ত্র উপেক্ষা করে দেশের স্বার্থে কাজ করে যাবেন। উন্নয়ন মানেই আওয়ামী লীগ, উন্নয়ন মানেই শেখ হাসিনা।
তিনি আরো বলেন, যারা দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার অপচেষ্টা করবে, তাদের দেশবাসী ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করবে। মানুষও দেশের স্বার্থে আওয়ামী লীগের পাশে থাকবে।
এ সময় উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুণ, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদল, লালমোহন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply