ডেস্ক রিপোর্ট: রমজান মাস উপলক্ষে পাঁচ লাখ পরিবারের মাঝে টিসিবির পণ্য বিতরণের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। রোববার থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এলাকাসহ ১৫টি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ১৫টি পৌরসভায় একযোগে এ কার্যক্রম চালানো হবে।
জানা গেছে, চসিকের ৪১টি ওয়ার্ড, ১৫ উপজেলার ১৯১টি ইউনিয়ন ও ১৫ পৌরসভা মিলে মোট পাঁচ লাখ ৩৫ হাজার ৮২টি পরিবারের মাঝে স্বল্পমূল্যে টিসিবির এসব পণ্য বিক্রি করা হবে। এ কাজে মোট ৮৪ জন ডিলার নিয়োজিত থাকবেন। স্বল্পমূল্যে পণ্যের মধ্যে থাকছে- সর্বোচ্চ দুই কেজি চিনি, দুই কেজি মসুর ডাল, দুই লিটার সয়াবিন তেল ও দুই কেজি ছোলা।
চট্টগ্রামের ডিসি মোহাম্মদ মমিনুর রহমান বলেন, খাদ্য গুদামাগারে শ্রমিক নিয়োগ করে পণ্য বিতরণের জন্য প্যাকেটজাত করা হচ্ছে। জেলা প্রশাসনের ছয়জন অতিরিক্ত জেলা প্রশাসক প্যাকেজিং প্রক্রিয়া তদারকি করছেন। উপজেলা পর্যায়েও সরকারি কর্মকর্তা ও কর্মচারীসহ মনিটরিং টিম স্থানীয়ভাবে টিসিবির কার্যক্রম তদারকি করছেন।
Leave a Reply