বাংলাদেশ খবর ডেস্ক: শেরপুরে ১৯ নারী বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছে সরকার। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এ সম্মাননা দেওয়া হয়।
জেলা প্রশাসক মোমিনুর রশীদ তাদের হাতে ফুল ও ক্রেস্ট তুলে দেন।
নালিতাবাড়ী উপজেলার ১৪ জন ও ঝিনাইগাতীর পাঁচজন নারী বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা ছাড়াও একটি করে শাড়ি, চাদর ও মাস্ক দেওয়া হয়।
জেলা মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, জেলা সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, এনডিসি সাদিক আল সাফিনসহ বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply