বাংলাদেশ খবর ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া কসবায় ৭টি ইউনিয়নে ৬ষ্ঠ দাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ (সোমবার) সকাল থেকে ইভিএম মেশিনের মাধ্যেমে ভোট গ্রহণ শুরু হয়েছে। এই উপজেলাতে এইবারেই প্রথম ৭টি ইউনিয়নে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহন চলছে।
সরজমিনে দেখা গিয়েছে, ইভিএমে ভোট দিতে গিয়ে অনেক ভোটারদেরকে বিপাকে পরতে হয়েছে। ইভিএম মেশিনে আঙ্গুলের ছাপ না মিলাতে অনেকেই ভোট দিতে পারছে না বলে অভিযোগ করেন। বিশেষ করে বৃদ্ধ মহিলা-পুরুষ ভোটাররা ভোট দিতে এসে এই বিরাম্বনায় পরতে হচ্ছে বেশি। সেই জন্য প্রত্যােকটি ভোট কেন্দ্রে ধীরগতিতে ভোট গ্রহন চলছে।
ভোটগ্রহণে ধীরগতির কারণে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে নারীদের। শিশুদের নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকা মা এবং বৃদ্ধারা বিরক্তি প্রকাশ করছেন। তবে, কেন্দ্রে দ্বায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসারা বলছেন, নারীরা ভোট দিতে একটু বেশি সময় নিচ্ছেন। তাদের কারণেই একটু সময় বেশি লাগছে।
অনেককেই দেখা গিয়েছে আঙ্গুলের ছাপ না মিলাতে দেয়াল বা টেবিলে আঙ্গুল ঘষতে। আবার অনেকে সাবন পানি দিয়ে হাত পরিষ্কার করছেন। তারপরও এই সমস্যায় পরতে হচ্ছে ভোটারদের।
ভোট দিতে আসা অনেকে অভিযোগ করে বলেন, আমরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাড়িয়ে আছি এখনো ভোট দিতে পারছি না। অনেক ধীর আস্তে ভোট গ্রহন চলছে। এই রোদের মধ্যে আমাদের দাড়িয়ে থাকতে হচ্ছে।
কসবার খেওড়া পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা মিনারা বেগম বলেন, দীর্ঘ লাইন দেখে আমি বাইরে দাঁড়িয়ে আছি। লাইনে একবার দাঁড়িয়ে থেকে ফিরে এসেছি।
কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার বলেন, পুরুষের থেকে মহিলা ভোটারদের আঙ্গুলের ছাপ ইভিএম মেশিনে মিলাতে সমস্যা হচ্ছে। মহিলারা হাত দিয়ে অনেক কাজ করার জন তাদের আঙ্গুলে অনেক দাগ রয়েছে যার জন্য এ সমস্যায় পড়তে হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে রিটার্নিং অফিসার মোহাম্মদ জাসিদুল ইসলাম বলেন, ইভিএম মেশিনে কোন সমস্যা নেই, বয়স্ক ভোটারদের প্রথমবার আঙ্গুলের ছাপ না মিললে তাদের জন্য ব্যাসেলিন ও সবান পানির ব্যবস্থা রয়েছে। হাত পরিষ্কার করে কয়েকবার চেষ্টা করলেই ভোট দিতে পারছে ভোটররা। ইভিএম মেশিনের সার্বিক পরিস্থিতি আমি নজরদারিতে রেখেছি,এখনো কোন জায়গায় মেশিনের তেমন কোন সমস্যা হয়নি।
Leave a Reply