বাংলাদেশ খবর ডেস্ক: স্থলবন্দর-সংশ্লিষ্টদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরসহ গুরুত্বপূর্ণ ১২টি স্থলবন্দরে ১০ শয্যাবিশিষ্ট হাসপাতাল স্থাপন করা হবে। এছাড়া দেশের গুরুত্বপূর্ণ স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের যাত্রীদের ভ্রমণের ক্ষেত্রে করোনার পিসিআর ল্যাব স্থাপন করা হবে।
বুধবার দুপুরে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন অনু বিভাগ) মো. সাইদুর রহমান ও অতিরিক্ত সচিব মো. অলিউল্লাহ (পরিকল্পনা) এবং বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের যুগ্ম সচিব (ট্রাফিক) মোহাম্মদ জাহাঙ্গীর কবীরের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে প্রস্তাবিত হাসপাতাল স্থাপনের জায়গা পরিদর্শনের সময় এসব কথা জানান।
তারা জানান, জাইকা, এডিবি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অর্থায়নে গুরুত্বপূর্ণ স্থলবন্দরগুলোয় ১০ শয্যাবিশিষ্ট হাসপাতাল স্থাপন করা হবে। পরবর্তী সময়ে হাসপাতালে আসনসংখ্যা ও জনবল বৃদ্ধি করা হবে। এটি প্রধানমন্ত্রীর ইচ্ছানুযায়ী অগ্রাধিকার প্রকল্প বলে জানান স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
এ ছাড়া ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আরটি পিসিআর ল্যাব স্থাপন ও আইসিইউ বেড স্থাপনসহ নানা উদ্যোগের কথা জানান স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- গণপূর্ত অধিদফতর পিপিসি সার্কেল তত্ত্বাবধায়ক প্রকৌশলী একেএম সোহরাওয়ার্দী, স্থাপত্য অধিদফতরের তত্ত্বাবধায়ক স্থপতি শাহানা আরজু, মহসিনা সিদ্দিকা, রোগ নিয়ন্ত্রণ বিভাগের কর্মকর্তা ডা. মো. মোস্তফা মাহমুদ, ডা. নওশীন, ডা. মো. ফরহাদ রেজা আকনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। পরে প্রতিনিধিদলের সদস্যরা ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল পরিদর্শন করে।
Leave a Reply