নাটোর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উমা চৌধুরী জলি নির্বাচত হয়েছেন। প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণে মেয়র হলেন তিনি।
রোববার (১৬ জানুয়ারি) রাতে নাটোর পৌরসভা রিটার্নিং অফিসার মো. আসলাম আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে জানা যায়, নৌকার প্রার্থী উমা চৌধুরী জলি ২০ হাজার ৬৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শেখ এমদাদুল হক আল মামুন পেয়েছেন ১৩ হাজার ৭৮২ ভোট।
এছাড়া নির্বাচনে বিজয়ী সাধারণ কাউন্সিলররা হলেন- মলয় কুমার রায়, জাহিদুর রহমান জাহিদ, মো. ফরিদ আহম্মেদ, আকিব, আরিফুল ইসলাম মাসুম, নাফিউল ইসলাম অন্তর, শেখ রুবেল হোসেন, রানা হোসেন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে নার্গিস পারভীন, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে আয়েশা বেগম এবং ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে কোহিনূর বেগম পান্না।
Leave a Reply