নাটোরের গুরুদাসপুর উপজেলায় কয়েকদিন ধরে জেঁকে বসেছে শীত। ব্যাপক শৈত্য প্রবাহে উপজেলার বিভিন্ন স্থানের ছিন্নমূল মানুষগুলোর শীতবস্ত্রের অনেক প্রয়োজন ছিল। তাই তো রাতের আঁধারে অসহায় ছিন্নমূল মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রায় পাঁচ শতাধিক নতুন কম্বল পৌঁছে দিলেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তমাল হোসেন।
শুক্রবার রাতে সবাই যখন ঘুমে আচ্ছন্ন তখন ইউএনও গাড়িতে কম্বল নিয়ে ছুটে গেছেন উপজেলা পৌরসদরসহ বিভিন্ন জায়গার ছিন্নমূল মানুষের কাছে। নিজ হাতে তাদের গায়ে নতুন কম্বল জড়িয়ে দেন তিনি। শীতে নতুন কম্বল পেয়ে ছিন্নমূল মানুষগুলো পরম খুশি। এ সময় তারা তাদের শীত নিবারণে কম্বল নিয়ে এগিয়ে আসায় ইউএনওর জন্য দোয়া করেন।
ইউএনও মো. তমাল হোসেন জানান, গত কয়েকদিনে প্রচণ্ড শীতে ছিন্নমূল মানুষগুলোর কষ্ট লাঘবে ঐ কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে বাগেরহাটের মোরেলগঞ্জে ৩০০ মুক্তিযোদ্ধাসহ ৫০০ লোকের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসনের তরফ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম শীতের চাদর বিতরণ করেন। উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক এ সময় উপস্থিত ছিলেন।
নির্বাহী কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া অসচ্ছল মুক্তিযোদ্ধা, নরসুন্দর, মঝিমাল্লা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে শীত নিবারণের চাদর বিতরণ করা হয়েছে।
Leave a Reply