কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের আয়োজনে শুরু হয়েছে বাংলা উৎসব-১৪২৮। পাঁচ দিনব্যাপী এই আয়োজনের প্রথম দিনে র্যালি ও কেক কাটার মধ্যে দিয়ে উৎসবটি উদ্বোধন করা হয়।
রবিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় একটি বর্ণাঢ্য র্যালি শুরু করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ব্যাডমিন্টন কোর্টে এসে শেষ হয়।
র্যালি শেষে ব্যাডমিন্টন কোর্টে কেক কাটার মধ্যে দিয়ে বাংলা উৎসব-১৪২৮ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবীর চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আসাদুজ্জামান, বিভাগের সভাপতি অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামানসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
এরপর বাংলা উৎসবের অংশ হিসেবে শিক্ষকদের দৌড় প্রতিযোগিতা, শিক্ষকদের বালিশ খেলা, শিক্ষার্থীদের বালিশ খেলা, শিক্ষার্থীদের হাঁড়ি ভাঙা, ছেলেদের বস্তা দৌড়, কার্ড খেলাসহ অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, এবারের বাংলা উৎসব-১৪২৮ আগামী ১৩ জানুয়ারি সাংস্কৃতিক সন্ধ্যার মধ্যে দিয়ে শেষ হবে।
Leave a Reply