1. [email protected] : Azmanur Rahman : Azmanur Rahman
  2. [email protected] : Editor Section : Editor Section
  3. [email protected] : Md Abu Naim : Md Abu Naim
  4. [email protected] : Sadia Afrin : Sadia Afrin
  5. [email protected] : support :
বোরোর চরের কাঁচামরিচ যাচ্ছে মধ্যপ্রাচ্য-ইউরোপে - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশে আবারও বড় রদবদল কুরআনের আয়াত পোস্টের সঙ্গে ২ ছবি শেয়ার, কী বার্তা দিলেন আসিফ নজরুল ‘সেনাকুঞ্জে খালেদা জিয়াকে যে সম্মান জানিয়েছে, গোটা জাতি তাতে আনন্দিত’ রাজাপুরে শাহজাহান ওমরের গাড়ি ভাংচুর, মামলা দিতে গিয়ে জেল হাজতে সাদিক হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে গাইবান্ধা রাস্তা অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন সোনারগাঁয়ে সাবেক যুবদল নেতা মরহুম বুলবুল আহম্মেদ এর মৃত্যু বাষিকী উপলক্ষে দোয়া টুঙ্গিপাড়ায় আ.লীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গৃহবধূর কালাদহ আনসার ক্লাবের সাফল্য হবে সারা দেশের মডেল : মহাপরিচালক পুলিশের নতুন আইজিপি হলেন বাহারুল আলম মুজিববর্ষের খরচ ১২০০ কোটির বেশি, চলতি বছরের বরাদ্দ বাতিল

বোরোর চরের কাঁচামরিচ যাচ্ছে মধ্যপ্রাচ্য-ইউরোপে

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৩১৪ জন পঠিত

 ময়মনসিংহ সংবাদদাতাঃ ময়মনসিংহ সদর উপজেলার বোরোর চরের সবজির খ্যাতি দেশজুড়ে। এখানকার কাঁচামরিচ দেশ ছাড়িয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য-ইউরোপেও। ইতোমধ্যে ৬০ জনেরও বেশি কৃষককে নিয়ে তিনটি রপ্তানিকারক টিম করা হয়েছে। সবজি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ ফ্রুটস, ভেজিটেবলস এলাইড প্রোডাক্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এ নিয়ে বেশ অগ্রসরও হয়েছে।

বোরোর চরসহ সদর উপজেলা ঘুরে দেখা গেছে, ব্রহ্মপুত্র নদের কোলঘেঁষে তৈরি হয়েছে বিশাল সবজি হাব বা কেন্দ্র। চোখ যত দূর যায় এলাকাজুড়েই কেবল সবুজ আর সবুজ। সবজি আর সবজি। স্থানীয়রা জানান, নানা জাতের সবজি হয় সেখানে; কাঁচামরিচ, বেগুন, টমেটো, শসা, ফুলকপি, বাঁধাকপি প্রভৃতি।

সরকারি হিসাবে, গত বছর উপজেলায় তিন হাজার হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। এবার আরও বেশি জায়গাজুড়ে চাষ হচ্ছে। এর মধ্যে বোরোর চর ইউনিয়নে শুধু কাঁচামরিচই চাষ হয়েছে ৪২০ হেক্টর জমিতে। ফলন বেশি, লাভও অনেক। তাই দিন দিন বাড়ছে সবজি চাষের এলাকা।

বোরোর চরে নিজের মরিচক্ষেতে কাজ করছিলেন চাষি কামরুল ইসলাম। তিনি জাগো নিউজকে বলেন, ‘এ বছর চার বিঘার মতো জমিতে চাষাবাদ করেছি। ফুলকপি আর মরিচ। এখানে দুই বিঘা জমিতে শুধুই কাঁচামরিচ ।’

কামরুল বলেন, ‘ছয় থেকে সাত মাস এই মরিচ গাছ টিকবে। সেপ্টেম্বরে লাগানো হয়েছে। কিছু মরিচ বিক্রি করেছি। দুই বিঘা জমি থেকে আশা করছি ১০ বা ৭ দিন দিন পরপর প্রতি তোলায় ৫৪ মণ করে মরিচ পাবো। প্রথমে মণ বিক্রি করেছি ৪ হাজার ৭০০ টাকায়। গত বাজারে কমে হয়েছে ২ হাজার ১০০ টাকা। আগাম মরিচ হওয়ায় দাম বেশি পেয়েছি তখন। দুই বিঘা জমিতে আশা করি সাত মাসে তিন লাখ টাকার বেশি আসবে। খরচ যাবে মোটামুটি ৮০-৯০ হাজার টাকা।’

কামরুল ইসলামের মতো অনেক চাষিই এখানকার জমিতে মরিচ চাষ করেছেন। এই মরিচ দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশেও রপ্তানি করা যাবে। ইতোমধ্যে রপ্তানি প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানান চাষি কামরুল। তিনি বলেন, ‘তিনটি গ্রুপে আমাদের ৬৩ জনের একটি তালিকা হয়েছে। আমরা কাঁচামরিচ রপ্তানি করবো।’

সবজি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ ফ্রুটস, ভেজিটেবলস এলাইড প্রোডাক্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের ফিল্ড অফিসার মিথুন বিশ্বাস ও স্থানীয় কৃষি অফিসের ফিল্ড সুপারভাইজারের সঙ্গে কথা বলেও এর সত্যতা মিলেছে।

মিথুন বিশ্বাস বলেন, ‘ময়মনসিংহের বোরোর চরে আমি গিয়েছি। সেখানকার কাঁচামরিচ রপ্তানিযোগ্য মনে হয়েছে। এজন্য কৃষকদের সঙ্গে কথা বলেছি। ২০ জন করে ৬৩ জনের তিনটি টিম করেছি। এরপর (ঢাকার) খামারবাড়ি থেকে একটা টিম যাবে, আমাদের অ্যাসোসিয়েশনেরও একটা টিম যাবে। তারপর বিষয়টি চূড়ান্ত হবে।

তিনি বলেন, ‘শাক-সবজি সারাদেশের বিভিন্ন জায়গা থেকে বিদেশে রপ্তানি করি আমরা। বোরোর চর থেকে আপাতত এবছর কাঁচামরিচ দিয়ে রপ্তানি শুরু করবো। কাঁচামরিচ বেশি যায় সৌদি আরবে। তবে ইউরোপেও যায়।’

ময়মনসিংহ সদর উপজেলা কৃষি অফিসার তাহমিনা ইয়াসমিন বলেন, ‘এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের কিছু লোকজন এসেছিলেন। ভিজিট করে গেছেন। কৃষকদের সঙ্গে কথা বলেছেন। এরপর তাদের যে প্রক্রিয়া সে অনুযায়ী গ্রুপ গঠন করা হয়েছে। কৃষকদের সঙ্গে নেগোসিয়েশন হলে রপ্তানি হবে। এরকম একটা বিষয় আমি জানি।’

তিনি বলেন, ‘সদর উপজেলায় গত বছর তিন হাজার হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে। অবশ্য এবার আরও বেশি। ফলন ভালো, লাভও বেশি। এজন্য আমাদের সবজি চাষের এরিয়া ক্রমাগত বাড়ছে। এবার বোরোর চরে শুধু কাঁচামরিচই ৪২০ হেক্টর জমিতে আবাদ হয়েছে।’

অজপাড়া গাঁয়ের এই সবজি বিদেশে রপ্তানি হচ্ছে, এতে কৃষকদের পাশাপাশি কর্মকর্তারাও বেশ খুশি। তারা এটিকে ইতিবাচকভাবে নিয়ে সহযোগিতা করছেন। তবে ব্রহ্মপুত্র নদের কোলঘেঁষা এ বিশাল সবজি হাবের ইতিবাচক ও স্বস্তিদায়ক খবরের পাশাপাশি সড়ক অবকাঠামোসহ নানা সংকটও আছে। যেগুলো সমাধানে সরকারের সহযোগিতা চান কৃষকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION