মহান বিজয়ের সুবর্ণজয়ন্তীতে ‘সেবাঘর’ অ্যাপসে ভিডিও কলের মাধ্যমে নামমাত্র মূল্য রোগী দেখছেন বিশেষজ্ঞ ডাক্তাররা। অনলাইনে মাত্র ১৬ টাকায় দেশের যে কোন প্রান্ত থেকে এই সেবা পাচ্ছেন যে কেউ। অনলাইনে স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘সেবাঘর’ অ্যাপসে যুক্ত রয়েছে প্রায় দেড় হাজারেরও বেশি নিবন্ধিত চিকিৎসক। পুরো ডিসেম্বর মাস জুড়ে সেবাঘরের নিবন্ধিত পাঁচ লক্ষাধিক গ্রাহক এই সুবিধা পাচ্ছেন।
তবে গুগল প্লে স্টোর থেকে https://sotly.me/sebaghar সেবাঘর অ্যাপ ইন্সটল করে সহজেই যে কেউ এসব সেবা নিতে পারবেন। প্রতিদিন ২৪ ঘণ্টা মেডিসিন, শিশুরোগ, চর্ম ও যৌন, প্রসূতি ও গাইনি এবং কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য সেবা মিলছে এখানে। রোগীরা তাদের পছন্দসই সময়ে ব্যবস্থাপত্র নিতে পারছেন। এজন্য সেবাঘর অ্যাপকে নতুনভাবে সাজানো হয়েছে বলে জানান সেবাঘরের সিইও তানজীল আহমেদ।
তিনি জানান, প্রতিদিন প্রায় কয়েকশ রোগী ও তাদের স্বজনরা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন। তারা চান ইন্টারনেট ব্যবহার করে ঝামেলাহীনভাবে ও সহজে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে। এজন্য ভিডিও কলে ডাক্তারি সেবার পাশাপাশি রয়েছে ডিজিটাল প্রেসক্রিপশন ও ঘরে বসে নার্সিং সেবা পাওয়ার সুবিধা।
তিনি বলেন, প্রযুক্তির ব্যবহার করে স্বাস্থ্যসেবা প্রাপ্তি আরও সহজতর করার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে সেবাঘরের প্রায় দেড় সহস্রাধিক রেজিস্টার্ড ডাক্তার, বেশ কয়েকটি দেশি বিদেশি ডায়াগনস্টিক সেন্টার ও প্রশিক্ষিত নার্সরা। প্রয়োজনে হোম সার্ভিসেরও ব্যবস্থা রয়েছে সেবাঘর অ্যাপে।
Leave a Reply