মোঃ ফিরোজ হোসাইন, নওগাঁ জেলা প্রতিনিধি:
চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর নওগাঁর আত্রাইয়ে ইউপি নির্বাচনে চলছে তৃমুখী লরায়৷
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থী ও সমর্থকেরা। দিচ্ছেন নানাও প্রতিশ্রুতি।
২৮৪.১৮ বর্গ কিলোমিটার আয়তন নিয়ে গঠিত এ উপজেলায় শুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে কাজ করে যাচ্ছেন বলে জানান উপজেলা নির্বাচন অফিসার শাহ মো: আবুল কালাম আজাদ। তাদের তথ্য অনুযায়ী উপজেলায় মোট ভোটার ১ লাখ ৬০ হাজার ১২১ জন। এর মধ্যে ৮০ হাজার ৭’শ ২০ জন পুরুষ ৭৯ হাজার ৪’শ ১ জন মহিলা।
প্রতিদ্বন্দী চেয়ারম্যান প্রার্থীগন হলেন, ১ নং শাহাগোলা ইউনিয়নে শামসুন নাহার (নৌকা), এসএম মামুনুর রশিদ (ঢোল), এসএম মোয়াজ্জেম (চশমা),সাজেদুর রহমান (মোটর সাইকেল) আলা উদ্দিন (ঘোড়া), আহমাদুল্লাহ (হাতপাখা), জয়নুল হক (আনারস)।
২ নং ভোঁপাড়া ইউনিয়নে নাজিম উদ্দিন মন্ডল (নৌকা),মঞ্জুরুল আলম মোল্লা (মোটর সাইকেল) জানবক্্র সরদার (আনারস)।
৩ নং আহসানগঞ্জ ইউনিয়নে আক্কাছ আলী প্রামানিক (নৌকা), শেখ মো. মঞ্জুরুল আলম (আনারস) সোহরাব মোল্লা (হাতপাখা)।
৪ নং পাঁচুপুর ইউনিয়নে আফছার প্রামানিক (নৌকা), খবিরুল ইসলাম (চশমা), নিয়ামত আলী বাবু (আনারস),ময়েন উদ্দিন আহমদ (মোটর সাইকেল)আল মুক্তার (ঘোড়া),আব্দুল মুমিন (হাতপাখা)।
৫ নং বিশা ইউনিয়নে আব্দুল মান্নান মোল্লা(নৌকা),তোফাজ্জলহোসেন খান (ঘোড়া), আসাদুজ্জামান আসাদ (মোটর সাইকেল), আব্দুল জব্বার (আনারস),ইসমাইল হোসেন (রজনীগন্ধা)।
৬নং মনিয়ারি ইউনিয়নে খায়রুল ইসলাম (নৌকা), সম্রাট হোসেন(মোটর সাইকেল), মাসুম রানা (ঘোড়া),হাসান সারোয়ার প্রামানিক (হাতপাখা)।
৭ নং কালিকাপুর ইউনিয়নে নাজমুল হক প্রামানিক (নৌকা), আলা উদ্দিন মন্ডল (মোটর সাইকেল), আব্দুল হাকিম সরদার (ঘোড়া),আলম সরদার (আনারস) ।
৮নং হাটকালুপাড়া ইউনিয়নে এলতাছ উদ্দিন সরকার (ঘোড়া), আফজাল হোসেন(মোটর সাইকেল) আব্দুস শুকুর সরদার (আনারস), আকরাম হোসেন সরদার (অটোরিকসা, সিদ্দিকুর রহমান (টেবিল ফ্যান) জহুরুল ইসলাম (চশমা)।
Leave a Reply