পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বগুড়ায় ১৮-২৩ ডিসেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’র উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে এক উদ্বোধনী সভা রোববার বেলা ১১ টার দিকে বগুড়া মা ও শিশু কল্যাণ কেন্দ্রের হলরুমে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক শাহ্নাজ পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সেবা সপ্তাহের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াছমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন, সহকারী পরিচালক (সিসি) ডা. সামসী আরা বেগম, মেডিকেল অফিসার(ক্লিনিক) ডা. মুনছুর রহমান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. আব্দুল মান্নান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (সিএস) ডা. ফারজানুল ইসলাম।
উদ্বোধনী সভা সঞ্চালনা করেন বগুড়া জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার (সিসি) ডা. শামসুজ্জামান।
সেবা ও প্রচার সপ্তাহের প্রতিপাদ্য বিষয়-‘পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবা গ্রহণ করি/বাল্যবিয়ে এবং অনাকাঙ্খিত র্গভধারণ রোধ করি’।
Leave a Reply