মোঃ জাহিদ কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতাঃ
পর্যটন কেন্দ্র কুয়াকাটায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আনন্দ উপভোগ করতে হাজারো পর্যটকের ঢল। মহান বিজয় দিবসে একটানা তিন দিন সরকারি ছুটিতে কাটাতে সাগরকন্যা কুয়াকাটায় মেতেছে নানা বয়সের পর্যটক। সাগর কন্যাখ্যাত কুয়াকাটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত। যেখানে দাঁড়িয়ে সূর্যোদয়-সূর্যাস্ত, প্রাকৃতিক সৌন্দর্য, দেখতে আগমন করে বিপুল সংখ্যক পর্যটক।
টানা তিনদিন (১৬,১৭,১৮ ডিসেম্বর) ছুটি পেয়ে কুয়াকাটা সৈকতে আনন্দ উল্লাসে মেতেছে নানা বয়সের মানুষ।
ঘুরতে আসা পর্যটকদের আনন্দের অনুভূতি জানতে চাইলে তারা বলেন, করোনা মহামারি (কোভিড-১৯) শেষে ঘুরতে এসে যেন ফিরে পেলাম স্বস্তির নিঃশ্বাস। আর এজন্য স্ব-পরিবারে চলে আসলাম সাগরকন্যা কুয়াকাটায়।
পর্যটকরা আরো বলেন, দিনের বেলায় কুয়াকাটার বিভিন্ন দর্শনীয় স্থান পিকনিক স্পট ঘুরে দেখে অনেক অনন্দ উপভোগ করলাম। আর ঘোড়ায় চরে সী-বীচে ঘুরে বেশ ভালোই লাগোলো, সমুদ্রে গোসল করতে গিয়ে ওয়াটার বাইকে চরে বেশ মজা পাচ্ছিলাম।সে সাথে যেন মিশে যাচ্ছিলাম সমুদ্র জলরাশীর সাথে। সূর্যাস্ত দেখে সন্ধ্যা পরবর্তী সময়ে যেন আরেক আনন্দ ফুটে উঠে ফিস ফ্রাই, ফুসকা পট্টিতে। আর তার সাথে সী-বীচে ফানুস ও নানান রঙের ফুলের অলোক শয্যা। তা দেখে মন যেন আনন্দের স্বর্গরাজ্য।
পর্যটকদের সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ, নৌ-পুলিশ, মহিপুর থানা পুলিশ। এছাড়াও কুয়াকাটা পর্যটক সেচ্ছাসেবী অনেক গুলো সেচ্ছাসেবী সংগঠন।
ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে বার বার মাইকিং করে সী-বীচ নিরাপত্তার কথা প্রচার করেন, এবং পর্যটকেদের সমস্যা সমাধানে কাজ করে যান।
টানা তিন দিনের ছুটিতে অনেক আগেই বুকিং হয়ে গেছে কুয়াকাটার বেশিরভাগ হোটেল-মোটেল। পর্যটক বেশি হওয়ায় হোটেলে পর্যাপ্ত রুম না পাওয়ায় স্থানীয়রা অনেক গুলো বসতবাড়ীতে যায়গা করে দিয়েছেন।
পর্যটন শিল্প সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান বিগত দিনের ক্ষতি কাটিয়ে উঠতে পাররো ইনশাআল্লাহ ।
কুয়াকাটা ট্যুরিস্ট বোর্ড মালিক সমিতির সভাপতি জনি আলমগীর জানান, করোনা মহামারী শেষে বিজয় দিবস ও সুবর্ণজয়ন্তী আমাদের কুয়াকাটার প্রাণ ফিরে দিয়েছে। আমরা পর্যটকদের সেবায় ট্যুরিস্ট বোর্ড ডেকারেশন করে রংদিয়ে প্রস্তুত রেখেছিলাম। আর পর্যটকদের নিয়ে চর বিজয়, লেম্বুর বন, সুন্দরবনের পূর্বাঞ্চল ফাতরা বন, শুটকি পল্লী ও ফকির হাট সহ পর্যটকদের চাহিদা মত সব কিছু দেখাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।
সৈকতের ক্ষুদ্র ব্যবসায়ীরা বলেন,এই তিনদিনে কুয়াকাটায় বিপুল সংখ্যক পর্যটক এসেছে। আমাদের বিক্রি অনেক ভালো হয়েছে। তবে বিদেশি কোনো পর্যটক আমার চোখে পড়েনি।
কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার বলেন, বিজয় দিবসে কুয়াকাটায় অনেক পর্যটকদের আগমন ঘটবে বলেই আমি ট্যুরিস্ট পুলিশ, হোটেল-মোটেল অ্যাসোসিয়েশন, খাবার হোটেলসহ সকল পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছি। যাতে পর্যটকরা স্বাচ্ছন্দে ঘুরতে পারেন এবং কোনো প্রকার প্রতারণার শিকার না হন। এজন্য কুয়াকাটা পৌরসভার পক্ষ থেকে একটি টিম সার্বক্ষণিক তদারকি করছেন।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক বলেন,একটানা তিন দিনের ছুটিতে অসংখ্য পর্যটকের আগমন ঘটেছে কুয়াকাটায়। যে কারণে আগে থেকেই ট্যুরিস্ট পুলিশের কয়েকটি টিম মোতায়েন রয়েছে। সার্বক্ষণিক নজরদারি ও মাইকিং করে বারবার মাস্ক পড়া, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ পর্যটকদের নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হচ্ছে।
Leave a Reply