সাইফুর রহমান,গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জে এস.এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সরকার প্রদত্ত করোনা (কোভিড -১৯) প্রতিরোধে ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম সম্পন্ন হয়েছে।
আজ শনিবার সকাল ৯ টায় গোপালগঞ্জ সরকারি এস.এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে ভ্যাকসিন প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মাইন উদ্দিন ভূঁইয়া।
করোনা মোকাবেলায় বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে এস.এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিদ্ধান্তে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি ও সদ্য সমাপ্ত এস.এস.সি পরীক্ষার্থীদেরকে করোনা (কোভিড -১৯) প্রতিরোধে ভ্যাকসিনের আওতায় আনার কার্যক্রম শুরু হয়েছে। এ লক্ষ্যে আজ সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত প্রভাতী শাখার এবং দুপুর ১২ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত দিবা শাখার মোট ১ হাজার ৪০০ জন শিক্ষার্থীদেরকে যুক্তরাষ্ট্রের তৈরি ফাইজার -এর ভ্যাকসিন দেওয়া সম্পন্ন হয়েছে। এর আগে ভ্যাকসিন কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রত্যেক শিক্ষার্থীর অভিভাবকদের মুঠোফোনে ক্ষুদে বার্তা (এস.এম.এস) পাঠিয়ে দেওয়া হয়েছে। এরপরেও বিশেষ কোনো কারণে যদি কোন ছাত্র ভ্যাকসিন নিতে বাদ পড়ে, তাহলে স্বাস্থ্য বিভাগের সাথে যোগাযোগ করে পরবর্তীতে তাদেরকেও ভ্যাকসিন কর্মসূচির আওতায় আনা হবে বলেও জানান তিনি।
এস.এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় পরিষদের সভাপতি শেখ রবিউল আলম খোকন, জেলা সিভিল সার্জন কার্যালয়ের কোল্ড চেইন টেকনিশিয়ান মো. দেলোয়ার হোসেন, সিনিয়র স্টাফ নার্স রমা রানী ভক্ত সহ অন্যান্য নার্স ও স্বাস্থ্য সহকর্মীরা, বিদ্যালয়ের স্কাউটস সদস্যবৃন্দরা এ ভ্যাকসিন কার্যক্রম পরিচালনা করতে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
Leave a Reply