1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নওগাঁয় আ.লীগ ও সহযোগী  সংগঠন থেকে ১১ জনকে  বহিস্কার - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও দেড় লাখের অধিক টাকা জরিমানা নভেম্বরে নতুন পোশাক পাচ্ছে পুলিশ নির্বাচন বানচালে হঠাৎ আক্রমণ আসার আশঙ্কা প্রধান উপদেষ্টার নিজ জেলা বা শ্বশুরবাড়ি এলাকায় ডিসি, এসপি, ইউএনওদের পদায়ন নয় গাজীপুরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ  কোটালীপাড়ায় ভুয়া ওয়ারিশন সনদে নামজারী কু‌ষ্টিয়া কোর্ট ষ্টেশনে বৃদ্ধার অবস্থান, মৃত্যুর আগে তারেক রহমানের সাথে দেখা করার আকুতি কোটালীপাড়ায় এস এম জিলানীর গণসংযোগ ফেব্রুয়ারির মধ্যেই যেন ভোট হয়: নাহিদ নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি-ওর্ন ক্যামেরা ক্রয়ের নির্দেশ প্রধান উপদেষ্টার

নওগাঁয় আ.লীগ ও সহযোগী  সংগঠন থেকে ১১ জনকে  বহিস্কার

  • Update Time : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৩২৮ জন পঠিত
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পদ থেকে ১১জন নেতা-কর্মীকে বহিস্কার (অব্যাহতি) দেওয়া হয়েছে। দলীয় নির্দেশনা অমান্য করে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়।
বহিস্কৃত নেতা-কর্মীদের দাবী মাইকং করে প্রচার করা এ ঘোষনা অন্যায় এবং গঠনতন্ত্র পরিপন্থি। বহিস্কৃতদের মধ্যে বর্তমান চেয়ারম্যান জাহানপুর ইউনিয়নে ওসমান আলী, খেলনা ইউনিয়নে আব্দুস সালাম এবং ইসপুর ইউনিয়নে ইমরুল কায়েশ বাদল সহ তিনজন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাননি।
দলীয় পদ থেকে অব্যাহতি পাওয়া আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হলেন, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ওসমান আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক মাসুদুর রহমান, আগ্রাদ্বিগুন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ মীর, ইসবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমরুল কায়েস, খেলনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, ধামইরহাট সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এটিএম বদিউল আলম, আলমপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবু মুসা মো. বেলাল হোসেন, উমার ইউনিয়ন যুবলীগের সভাপতি আজাহারুল ইসলাম, আড়ানগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোসাদ্দেকুর রহমান, আড়ানগর আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম ও উমার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মাসুদুর রহমান সরকার।
ধামইরহাট সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপিত এটিএম বদিউল আলম তার বহিস্কার(অব্যাহতি) বিষয়ে বলেন, এখন পর্যন্ত এবিষয়ে কোন প্রকার কাগজপত্র আমি পাইনি তবে লোক মুখে শুনেছি মাইকে প্রচার করা হচ্ছে। তিনি বলেন, আমার ছোট ভাই ড. ইঞ্জিনিয়ার এইচএম আক্তারুল ইসলাম আগামী সংসদ নির্বাচনে এই আসনে সম্ভাব্য প্রার্থী, মূলত এজন্যই আমাকে অন্যায় ভাবে বহিস্কার করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক মাসুদুর রহমান এবং আড়ানগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোসাদ্দেকুর রহমান বহিস্কার বিষয়ে বলেন, আমাদের বহিস্কারের কথা মাইকিংয়ের মাধ্যমে জানলাম যেটা হাস্যকর। গঠনতন্ত্র অনুযায়ী আগে আমাদেরকে শোকজ করতে হবে। এখন পর্যন্ত এবিষয়ে কোন চিঠি পাইনি। মাইকিংয়ের মাধ্যমে বহিস্কারাদেশ আমি মানি না।
ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা যায়, চতুর্থ ধাপে এ উপজেলার আটটি ইউনিয়নের সব কটিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী দিয়েছে। তবে এসব ইউপিতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১১ জন চেয়াম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত বুধবার উপজেলা আওয়ামী লীগের জরুরি সভায় দলের গঠনতন্ত্র অনুযায়ী বিদ্রোহী প্রার্থীদের দলীয় পদ থেকে বহিষ্কার ও সংগঠনের সদস্য পদ থেকে অব্যাহতদি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পর দিন বৃহস্পতিবার সুপারিশের চিঠি জেলা কমিটি ও বিদ্রোহী প্রার্থীদের কাছে পাঠানো হয়। জেলা কমিটির নির্দেশনা অনুযায়ী গতকাল শনিবার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মীকে দলীয় পদ ও প্রাথমিক সদস্য পদ অব্যাহতি দেয় উপজেলা আওয়ামী লীগ।
ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলদার হোসেন আজ রোববার বিকেলে জানিয়েছেন, গতকাল শনিবার পর্যন্ত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ১১ জন নেতা-কর্মীকে তাঁদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি পাওয়া নেতাকর্মীদের কাছে এ সংক্রান্ত চিঠি পৌঁছে দেওয়া হয়েছে। আজ জেলা কমিটির মিটিংয়ে তাদের প্রথমিক সদস্য পদ সহ পরবর্তী বিষয়ে আরোও সিদ্ধান্ত নেয়া হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION