মোঃ ফিরোজ হোসাইন, আত্রাই নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে মহিলা বিষয়ক অফিস ৫ জন জয়িতাকে সংবর্ধনা দেয়। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিস আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে “জয়িতা অন্বেষনে বাংলাদেশ” শীর্ষক আলোচনা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় শেফালী খাতুনকে, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন জীবন শুরু করায় কল্যানী রানী হালদারকে, সফল জননী নারী হিসাবে মাকসুদা পপিকে, শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য অর্জন করায় নিপা রানীকে এবং অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করায় সাথী বানুকে জয়িতার সম্মাননা প্রদান করা হয়।
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে ইউএনও ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এএফএম মুনসুর রহমান, ওসি আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, কৃষি অফিসার কেএম কাওছার হোসেন, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, আত্রাই প্রেসক্লাব সভাপতি রুহুল আমীন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব উন্নয়ন অফিসার ফজলুল হক।
আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
আত্রাই প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা চত্ত্বর হতে বর্ণাঢ্য র্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন ও মানববন্ধন করে।
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে ইউএনও ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এএফএম মুনসুর রহমান, ওসি আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, কৃষি অফিসার কেএম কাওছার হোসেন, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, আত্রাই প্রেসক্লাব সভাপতি রুহুল আমীন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব উন্নয়ন অফিসার ফজলুল হক।
Leave a Reply