গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জে “আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি-২০২১” প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ ডিসেম্বর) বিকালে গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনের মাঠে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা -২০২১ (অনূর্ধ্ব ১৯ বালক ও বালিকা), *গোপালগঞ্জ* এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে কাশিয়ানী বালক দল সদর বালক দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। অপর খেলায় দুপুরে সদর বালিকা দল কাশিয়ানী বালিকা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
আইজিপি কাপ জাতীয় কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গোপালগঞ্জের সংরক্ষিত নারী আসনের মাননীয় সংসদ সদস্য নার্গিস রহমান।
গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম -এর সভাপতিত্বে অনুষ্ঠানে কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর হিল্টু, জেলা ক্রীড়া কর্মকর্তা মো মনিরুল ইসলাম, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, কাশিয়ানী উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানগণ, জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ, জেলার উর্ধ্বতন পুলিশ কর্মকতা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ সহ স্থানীয় বিপুল সংখ্যক দর্শক এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য নার্গিস রহমান বলেন, ” মাদক ছেড়ে সকলকে খেলার মাঠে আসতে হবে। আপন আলোয় আলোকিত হতে হবে, অপরকেও আলোকিত করতে হবে।”
Leave a Reply