কোটালীপাড়া থেকে মোল্যা মহিউদ্দিন:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় চাচা এনামুল শিকদার (৪৫) এর বেধড়ক মারপিটে গুরুত্বর আহত হয়েছে ভাতিজি পলি শিকদার (২৩)। আহত পলি শাজাহান শিকদারের মেয়ে। গত শনিবার দুপুরে উপজেলার নারিকেল বাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, বড় ভাই শাজাহান শিকদারের পুকুর পাড়ে চায়না জাল পাতাকে কেন্দ্র করে ছোট ভাই এনামুল শিকদার বড় ভাইকে মার পিট করে। ঘটনা দেখে শাজাহানের মেয়ে পলি শিকদার ঠেকাতে গেলে তাকে মার পিটে আহত করে চাচা। স্বজনেরা আহতকে চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করে। পলি শিকদার সাংবাদিকদের বলেন- বাবাকে মার পিট করছে দেখে আমি ঠেকাতে গেলে চাচা এনামুল আমাকে মার পিট করে, আমি এ ঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানাই। শাজাহান শিকদার জানান- এনামুল পূর্বে একাদিক বার আমাকে ও আমার স্ত্রীকে মার পিট করেছে, সে ৮/৯ মাস পূর্বে প্রতিবেশি বকুল রায়কে ও মার পিট করে, সে ঘটনায় আদালতে একটি মামলা দায়ের হয়। যাহার মামলা নং-১৩৫। এ ব্যাপারে আলেয়া বেগম বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে কোটালীপাড়া থানার এ.এস.আই মিতু এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- অভিযোগ পেয়েছি তদন্ত চলছে।
২৯/১১/২০২১ইং
Leave a Reply