ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ
দুই-একটি স্থানে কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হলো তৃতীয় ধাপে জয়পুরহাটের কালাই উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ। ৫টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের ৫ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তবে উপজেলার পুনট ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল কুদ্দুস ফকির একক প্রার্থী থাকায়, সেখানে তিনি বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
রবিবার (২৮শে নভেম্বর) রাত ১০টায় কালাই উপজেলা পরিষদ হল রুম থেকে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানান কালাই উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কালাম।
ফলাফল অনুযায়ী, উপজেলার মাত্রাই ইউনিয়নে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী আ.ন.ম.শওকত হাবিব তালুকদার লজিক (নৌকা) প্রতীকে, উদয়পুর ইউনিয়নে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো.ওয়াজেদ আলী দাদা (নৌকা) প্রতীকে, জিন্দারপুর ইউনিয়নে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী মো.জিয়াউর রহমান জিয়া (নৌকা) প্রতীকে এবং আহম্মোদাবাদ ইউনিয়নে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী ও মো.আলী আকবর আলী।
কালাই উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কালাম বলেন,তৃতীয় ধাপে কালাই উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে একটানা ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।
Leave a Reply