রংপুরের তারাগঞ্জে ট্রাকচাপায় ৩ নারী শ্রমিকসহ ৪ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও চারজন। তাদের মধ্যে দুইজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ঘোনিরামপুর এলাকায় ব্রাদার্স কোল্ড স্টোরেজ সংলগ্ন রংপুর-সৈয়দপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। এরা হলেন- নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কাটগাড়ী আদর্শপাড়া গ্রামের মমতা বেগম (৩২) ও লাভলি বেগম (৩৫) এবং তারাগঞ্জের ইকরচালী বাছুরবান্ধা গ্রামের সাথী বেগম (৩০) । নিহত অপরজন ভ্যানচালক, তার নাম পরিচয় জানা যায়নি।
Leave a Reply