কোটালীপাড়া থেকে মোল্যা মহিউদ্দিন:“দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাতীয় যুব দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা, যুব ঋনের চেক, সনদ পত্র ও ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হল রুম লাল শাপলায় এ অনুষ্ঠান আয়োজন করে যুব উন্নয়ন অধিদপ্তর কোটালীপাড়া। উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী সরকার। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার বাড়ৈ। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কৃষি কর্মকর্তা নিটুল রায়, বীর মুক্তিযোদ্ধা মোদাসসের হোসেন ঠাকুর, বঙ্গবন্ধু চেতনা সৈনিক সংঘের সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান মনির, আনোয়ার হোসেন শেখ, রুবি বিশ্বাস, বিলু বেগম প্রমুখ।
Leave a Reply