কোটালীপাড়া থেকে মোল্লা মহিউদ্দিন:২০ বছর যাবৎ বিবাহ রেজিষ্ট্রার (কাজী) শূন্য গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ১০নং শুয়াগ্রাম ইউনিয়ন। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন ঐ ইউনিয়নের হাজার হাজার মুসলিম পরিবার। স্থায়ী কাজী না থাকায় পার্শ্ববর্তী উজিরপুর, নাজিরপুর, বাগধা, বান্ধাবাড়ী, আমতলী সহ বিভিন্ন এলাকা থেকে অস্থায়ী কাজী এনে বিবাহ রেজিষ্ট্রি করতে হয় ইউনিয়নবাসীর। এতে যেমনি হয় সময় ক্ষেপণ তেমনি দেখা দেয় নানা বিধ সমস্যা। অনেক ক্ষেত্রে বেলা ২টার বিবাহ সম্পন্ন হয় রাত ৮ টায়। বেশির ভাগ ক্ষেত্রে প্রশাসনের চোখ ফাকি দিয়ে অপ্রাপ্ত বয়স্কদের বাল্য বিবাহ সম্পন্ন করেন ঐ সব অস্থায়ী কাজীরা। কিছুদিন পূর্বে আমতলী ইউনিয়নের কাজী মওলানা নিয়াজ মাকদুম জেলা রেজিষ্ট্রার থেকে শুয়াগ্রামে অতিরিক্ত দায়িত্ব পালন করার নিমিত্তে একটি অনুমতি পায়। তার অনুরোধে মওলানা সরোয়ার হোসেন অত্র ইউনিয়নে কাজীর দায়িত্ব পালন করছেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। জয়রামপট্টি হাজী বাড়ী জামে মসজিদের ইমাম মওলানা সরোয়ার হোসেন সাংবাদিকদের বলেন- আপনারা জনসাধারনের কাছে যা শুনেছেন তা সঠিক, অত্র ইউনিয়নে স্থায়ী কাজী না থাকায় কাজী শাহ্ আলমের অনুমতি ক্রমে ইউনিয়ন বাসীর অনুরোধে আমি দীর্ঘদিন যাবৎ বিবাহ রেজিষ্ট্রার করে আসছি। নারায়নখানা বাজার মসজিদের ইমাম মওলানা রমজান আলী শেখ, ডাঃ ফিরোজ খান, ব্যবসায়ী আলমগীর মিয়া, চৌকিদার আঃ রাজ্জাক জানান- শুয়াগ্রাম ইউনিয়নে দীর্ঘদিন যাবৎ বিবাহ রেজিষ্ট্রার নেই, বাহিরের কাজী এনে বিবাহ রেজিষ্ট্রির কাজ করতে হয়, এতে নানাবিধ সমস্যার সম্মুখিন হয় সাধারণ জনগণ। ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন খান, ইউপি সদস্য সরোয়ার হোসেন বিশ্বাস বলেন- আমাদের ইউনিয়নে স্থায়ী কাজী না থাকায় বাহিরের কাজী এনে বিবাহের কাজ সম্পন্ন্ করতে হয়, তারা বেশিরভাগ ক্ষেত্রে অপ্রাপ্ত বয়স্কদের বিবাহ সম্পন্œ করে থাকেন, শুয়াগ্রামে একজন স্থায়ী বিবাহ রেজিষ্ট্রার অতীব জরুরী। এ বিষয়ে ১০নং শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিন্দ্র নাথ হালদারের সাথে কথা হলে তিনি বলেন- অত্র ইউনিয়নে দীর্ঘদিন যাবৎ মুসলমানদের জন্য স্থায়ী বিবাহ রেজিষ্ট্রার নেই, এতে তারা ভোগান্তির শিকার হচ্ছে, একজন স্থায়ী বিবাহ রেজিষ্ট্রার প্রয়োজন।
২৮/১০/২০২১ইং
Leave a Reply