এস.এম দুর্জয়ঃ
গাজীপুরে পালিত হলো ভাওয়াল সাহিত্য পরিষদের বর্ষপূর্তি অনুষ্ঠান ও বইয়ের মোড়ক উন্মোচন।দিনটি উপলক্ষে ভাওয়াল সাময়িকী ‘শালপত্র’ ও শাহরিয়ার মামুনের ‘পথ নিয়ে এসেছে ভূল দরজায় ‘ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে । বুধবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলা ভাওয়ালগড় ইউনিয়ন নলজানী এলাকায় শিশিরবিন্দু রিসোর্টে ভাওয়াল সাহিত্য পরিষদ ওই অনুষ্ঠানের আয়োজন করেন ।ভাওয়াল সাহিত্য পরিষদের সভাপতি কবি ও গল্পকার শাহান সাহাবুদ্দিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো.ফজর আলী’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক অসীম বিভাকর, পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের অধ্যাপক আহাম্মাদুল কবির অনুষ্ঠানটি উদ্ভোদন করেন।উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক নিরঞ্জন বিশ্বাস, মুক্তিযোদ্ধা কলেজের সহকারী অধ্যাপক মো.এমদাদুল হক, ভাওয়াল সাহিত্য পরিষদের উপদেষ্টা ইকবাল সিদ্দিকী, বাচিক শিল্পী ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব লিয়াকত চৌধুরী, ভাওয়াল সাহিত্য পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট বাবুল হোসেন খান, পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ আক্কাস আলী, শ্রীপুর সাহিত্য পরিষদের সভাপতি রানা মাসুদ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবেক রেজিস্ট্রার মুহসীন মুনির,ভাওয়াল সাহিত্য পরিষদের উপদেষ্টা মো.ফিরোজ মিয়া,বাংলাদেশ নদী পরিব্রাজক দল শ্রীপুর শাখার সভাপতি সাইদ চৌধুরী,মোঃসিদ্দিকুর রহমান প্রমুখ।অনুষ্ঠানে কবি,গল্পকার, সাংবাদিক,উপজেলার নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গসহ আরো উপস্থিত ছিলেন ভাওয়াল সাহিত্য পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।
Leave a Reply