কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোলে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কাহারোল এপির আয়োজনে কঙওঈঅ প্রকল্পের পরিচিতি ও অর্জিত কার্যক্রমের মূল্যায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। গতকাল ২৫ অক্টোবর কাহারোল উপজেলা হলরুমে সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসানের সভাপতিত্বে কঙওঈঅ প্রকল্পের পরিচিতি ও অর্জিত কার্যক্রমের মূল্যায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শফিউল আজম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ আবু জাফর মোঃ সাদেক, উপজেলা ভেটেরিনারি সার্জন মোঃ দিদারুল ইসলাম। কঙওঈঅ প্রজেক্ট এ্যাডভাইজার সিয়ং ইউন লি কঙওঈঅ কার্যক্রমের অগ্রগতি বিষয়ে তিনি বলেন, ওয়াল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক পরিচালিত ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেল্থ এন্ড নিউট্রিশন প্রমোশন প্রকল্পটি গত মাচ’২০২১ইং হতে তিন বছর মেয়াদে কাহারোল উপজেলার ৪টি ইউনিয়নে মা ও শিশুর স্বাস্থ্য এবং পুষ্টি উন্নয়নে কাজ পরিচালনা করছে। প্রকল্পটি সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ, কৃষি ও প্রানি সম্পদ বিভাগের সহিত সমম্বনয় এর মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে আসছে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রজেক্ট ম্যানেজার জগম্ময় প্রজেস বিশ্বাস, মনিটরিং অফিসার ইকবাল হোসেন, প্রোগ্রাম অফিসার প্রদীপ হাসদা প্রমুখ। কর্মশালায় উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, সুশিল সমাজ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply