কে এম শফিকুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধি ঃগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। গতকাল বুধবার (২০ অক্টোবর) বেলা ১১টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি সকলকে নিয়ে বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে ’৭৫ -এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারে নিহত সকলের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এ সময় উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো.জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, প্রভোস্ট অধ্যাপক ডা. এস. এম. মোস্তফা জামান, রেজিস্ট্রার অধ্যাপক এ বি এম আব্দুল হান্নান, সেকশন অফিসার প্রশান্ত কুমার মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত উপচার্যকে অভিনন্দন জানাতে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ গোপালগঞ্জের অধ্যক্ষ ডা. জাকির হোসেন, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. হুমায়ুন কবির, স্বাধীনতা চিকিৎসক পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার যুগ্ম-সাধারন সম্পাদক ডা. শেখ আব্দুল্লাহ আল মাহমুদ, ইন্টার্ন চিকিৎসক পরিষদ -এর সভাপতি ডাক্তার নূর মোহাম্মদ, গোপালগঞ্জ জেলা আ. লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা চৌধুরী ইমদাদুল হক, সদর উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান শ্রী বিমল কৃষ্ণ বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা উপজেলা আ. লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, উপজেলা চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, সাবেক পৌর মেয়র মো. ইলিয়াছ সরদার, সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম, পৌর আ.লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ফোরকান বিশ্বাস, পাটগাতী ইউপি চেয়ারম্যান মো. মিলন মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারতের পর বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রতিষ্ঠিত দেশের প্রথম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে তাকে নিয়োগ দেওয়ায় তিনি মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধুর কারনে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না। আর শেখ হাসিনার জন্ম না হলে আমরা আজকের এই ক্রমশ আরো উন্নয়নের দিকে এগিয়ে যাওয়া বাংলাদেশকে পেতাম না। শেখ হাসিনার কারণে বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তবে আমাদেরকে মনে রাখতে হবে পাকিস্তানের পরাজিত অপশক্তি সাম্প্রদায়িক গোষ্ঠী আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে দেশের চলমান উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে পাকিস্তানের পরাজিত অপশক্তি সাম্প্রদায়িক গোষ্ঠী রুখে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পরে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
Leave a Reply