মোঃ সাইফুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে নানান আয়োজনের মধ্য দিয়ে ১৮ অক্টোবর, সোমবার পালিত হয়েছে শেখ রাসেল দিবস। দিবসটি উপলক্ষে সকালে শেখ রাসেলের মুরালে পুষ্পমাল্য অর্পন, দোয়া মাহফিল, চিত্রাঙ্কন প্রতিয়োগিতা ও পুরস্কার বিতরণ এবং কেক কেটে জন্মদিন পালন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে শেখ রাসেল দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কলসুম বানু, বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার, উপাধ্যক্ষ মেজবাউল হক, বিরামপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ অদ্যিত অপু, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি ড. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক মশিহুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান হাবিব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওছার আলী, কৃষি কর্মকতা নিকছন চন্দ্র পাল, একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালাম প্রমূখ।
একই সময়ে বিরামপুর পৌরসভা কার্যালয়ের আয়োজনে পৌরসভা কনফারেন্স সেন্টারে শেখ রাসেল দিবস পালন করা হয়। প্যানেল মেয়র আজাদুল ইসলাম বকুল এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, পৌর সচিব শেরাফুল ইসলাম, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোজাম্মেল হক, ৫নং ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন, মাওলানা গোলাম রাব্বানী প্রমুখ।
Leave a Reply