কোটালীপাড়া থেকে মোল্যা মহিউদ্দিন: গোপালগঞ্জের কোটালীপাড়ায় চলছে দূর্গাপুজার ব্যাপক প্রস্তুতি। মন্ডপে মন্ডপে চলছে প্রতিমা সাজানোর কাজ। রং তুলির আচড়ে নানান রংঙে সাজানো হচ্ছে দূর্গামাকে। মন্ডপ গুলিতে রঙিন বাতি ও বাহারি রংঙের গেট দ্বারা সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় গত বছর দূর্গাপুজায় যারা প্রতিমা বিসর্জন দেয়নি তারা পুরাতন প্রতিমা দিয়েই এ বছর সারবেন মায়ের আরাধনা। হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব দূর্গাপুজা আসন্ন হওয়ায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বইছে খুশির আমেজ। চারদিকে বইছে সাজ সাজ রব। ঘরে ঘরে পিঠাপুলি- মুড়কি মুড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন নারীরা। কেহ কেহ ব্যস্ত রয়েছেন নতুন পোশাক কেনাকাটায়। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় এ চিত্র। বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কোটালীপাড়া শাখা সভাপতি কার্তিক চন্দ্র বিশ্বাস এই প্রতিবেককে জানান- এ বছর কোটালীপাড়ায় ২৯০টি মন্ডপে দূর্গাপুজা উদযাপিত হবে, সরকারের বিধি নিষেধ অনুযায়ী হবে লোক সমাগম ও আনন্দ উৎসব।
Leave a Reply