গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন সম্পর্কে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৭ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার সার্বিক উন্নয়ন, সমন্বয় ও বাস্তবায়ন ত্বরান্বিত করার লক্ষ্যে সকল প্রতিবন্ধকতা কাটিয়ে সুষ্ঠু ও সুন্দরভাবে প্রকল্পের কাজগুলো দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে করণীয় সম্পর্কে সাংবাদিকদের নিকট থেকে বিভিন্ন পরামর্শ নেওয়া হয়। এছাড়া জেলায় অবস্থিত প্রতিটি দপ্তরের দপ্তর প্রধানগণ তাদের চলমান কর্মকাণ্ড সম্পর্কে সকলকে অবহিত করেন এবং সংশ্লিষ্ট প্রকল্প সম্পর্কিয় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে অবগত করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পূণ্যভূমি, এ জেলাকে একটি আধুনিক ও মডেল জেলা হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসক শাহিদা সুলতানা সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত দিনব্যাপী এ মতবিনিময় সভায় স্বাস্থ্যবিধি মেনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. উসমান গনি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং স্থানীয় সরকার এর উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ইকবাল হোসেন, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক, সহকারী প্রকৌশলী সরদার একরামুল কবির, জেলা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দে, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দীপক চন্দ্র তালুকদার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রতিভা সরকার,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফয়জুর রহমান, ওজোপাডিকো’র সহকারী প্রকৌশলী অনিমেষ কুমার বসু, উপ-সহকারী প্রকৌশলী মো. সেলিম, গোপালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ফরিদ আহমেদ দারিয়া, মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, প্রবীণ সাংবাদিক ও কবি এস এম জাহাঙ্গীর হোসেন, আহম্মেদ আলী খান, সিনিয়র সাংবাদিক কে এম শফিকুর রহমান, কে এম সাইফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply