কোটালীপাড়া থেকে মোল্যা মহিউদ্দিন: “বেশি করে তাল গাছ লাগাই, বজ্রপাতে প্রাণহানি কমাই ” এই ¯েøাগানকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতের হাত থেকে রক্ষায় স্বেচ্ছাসেবি সংগঠন টিম লাইফ সাপোর্ট এর উদ্দ্যোগে ১০ হাজার তালবীজ রোপণ কার্যক্রমের উদ্ভোধন করা হয়েছে। গত মঙ্গলবার (৫ অক্টোবর) কলাবাড়ি ইউনিয়নের বুরুয়া-ভাঙ্গারপাড় সড়কে তালবীজ রোপণ করে উপজেলা নির্বাহি অফিসার ফেরদৌস ওয়াহিদ এ কার্যক্রমের উদ্ভোধন করেন। এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায়, কলাবাড়ি ইউপি চেয়ারম্যান মাইকেল ওঝা, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃতিবাস পান্ডে, মাসুদুর রহমান পারভেজ, সজিব শেখ, সাগর শেখ, লক্ষণ বালা, প্রসেনজিৎ বর্নিক, অমিত হাজরা সহ টিম লাইট সাপোর্টের ৫০ জন স্বেচ্ছা সেবক উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহি অফিসার ফেরদৌস ওয়াহি বলেন- দেশে দিন দিন বজ্র পাতে প্রাণহানির ঘটনা ঘটছে, তাল গাছ বজ্রপাত প্রতিরোধ সহ প্রাণহানি কমাতে সহায়ক ভূমিকা পালন করে, টিম লাইট সাপোর্ট পরিবেশের ভারসাম্য রক্ষায় তালবীজ রোপণের যে উদ্দ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। উপজেলা কৃষি অফিসার নিটুল রায় বলেন- কোটালীপাড়া উপজেলা একটি বৃষ্টি প্রবণ এলাকা, বৃষ্টিপাতের সময় এ এলাকায় ব্যাপক বজ্রপাত হয়, বজ্রপাতে মৃত্যু ঠেকানোর জন্য উঁচু তালগাছ সবচেয়ে কার্যকর, তাছাড়া ঘর নির্মাণের জন্য মূল্যবান কাঠ ও জ্বালানির পাশাপাশি এই গাছ থেকে রস ও পুষ্টিকর সুস্বাদু ফল পাওয়া যায়। কলাবাড়ি ইউপি চেয়ারম্যান মাইকেল ওঝা বলেন- তালগাছ সাধারণত বজ্রপাত থেকে মানুষকে রক্ষা করা সহ পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষা করে, এ সব বিবেচনায় টিম লাইফ সাপোর্ট তালবীজ রোপনের যে উদ্দ্যোগ নিয়েছে তা মানবতার কাজে দৃষ্টান্ত হয়ে থাকবে।
Leave a Reply