গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ১০ টায় মুকসুদপুর – কাশিয়ানী উপজেলার উন্নয়নের রূপকার, গোপালগঞ্জ -১ আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশস্ত কর্মী মুহাম্মদ ফারুক খান এমপি মহোদয়ের দিকনির্দেশনায় উপজেলার পৌরসভাধীন ৯টি ওয়ার্ডে বাংলাদেশ সরকারের গ্রামীন অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে কাবিখার ৫ লক্ষ টাকা, টিআর ৪ লক্ষ ৫০ হাজার টাকা, ৬ টন চাউল ও ৮ টন গমের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন উন্নয়নমুলক প্রকল্পের কাজ বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে মুকসুদপুর উপজেলা আ. লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব এ্যাড. আতিকুর রহমান মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক এম, এম মহিউদ্দিন আহমেদ মুক্ত মুন্সী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হায়দার হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক মো. সফিকুজ্জামান সবুজ, যুব ও ক্রীড়া সম্পাদক মো. বরকত খান, পৌর আ.লীগের সভাপতি মুন্সী আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান মোল্লা সহ পৌর সভার ৯টি ওয়ার্ডের পৌর আ. লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply