কোটালীপাড়া থেকে মোল্যা মহিউদ্দিন: গোপালগঞ্জের কোটালীপাড়ায় তুলসীবাড়ী গ্রামে খোকন রায় (৪৫) নামক এক ব্যবসায়ী সন্ত্রাসী হামলার শিকার হয়েছে, এ সময় তার সাথে থাকা নগদ ২ লক্ষ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। সে এলাকার সুকদেব রায়ের ছেলে। গত শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। সরজমিনে জানা যায়, ব্যবসায়ীক কাজ শেষে টেকেরহাট থেকে বাড়ী ফেরার পথে তুলসী মেম্বারের বাড়ীর নিকট পৌছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা তাপস রায়, নিখিল রায়, রিক্তেস সেন, রিপন সেন সহ সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র স্বস্ত্র দিয়ে ঐ ব্যবসায়ীকে এলোপাথারি মারপিট করে। তার শোর চিৎকারে প্রতিবেশি তাপস বিশ্বাস এগিয়ে এলে খুনের হুমকি দিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। স্বজনেরা আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করে। খোকন রায় জানান- বেড়ি বাধের কাজকে কেন্দ্র করে প্রতিপক্ষের সাথে আমার বিরোধ, রিপন ও নিখিল সজলের চায়ের দোকান থেকে আমাকে ডেকে নিয়ে ৫/৬ জনে সংঘবদ্ধ ভাবে মারপিট করে। আমি এই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। প্রকাশ সেন, চিন্তাহরণ বিশ্বাস, দিপংকর সেন, লুনা বিশ্বাস সহ একাধিক এলাকাবাসী সাংবাদিকদের বলেন- হামলাকারীরা পূর্বেও ভুক্তভোগিকে মারপিট করে হত্যার চেষ্টা চালায়, তারা এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। এ বিষয়ে কথা বলার জন্য সংবাদিকগন তাপস রায় ও নিখিল রায়ের বাড়ীতে গেলে তাদের কে পাওয়া যায় নি। এ ব্যাপারে কনক রায় বাদী হয়ে ৬জনের নাম ও ৪/৫জন অজ্ঞাতনামা উল্লেখ করে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে ভাংগারহাট নৌতদন্ত কেন্দ্রের এসআই জামাল শেখের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- অভিযোগ দায়ের হয়েছে, তদন্ত অব্যহত রয়েছে।
Leave a Reply