মোঃ সাইফুল ইসলাম,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়নে অবস্থিত বিজুল মডেল উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সমস্যা সমাধান ও অনিয়ম দূরীকরণের দাবিতে স্থানীয় জনগণ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সোমবার (৪ অক্টোবর) সকাল ১১টায় উক্ত বিদ্যালয় চত্বরে মানববন্ধন করেছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, দিওড় ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি জয়মুদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুর রহিম বাদশা, সাধারণ সম্পাদক রুবেল আলম, সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহ আলম, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোকাদ্দেস হোসেন প্রমূখ। এতে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাহমুদ লিখিত বক্তব্য তুলে ধরে বলেন, সদ্য মেয়াদ উত্তীর্ণ ম্যানেজিং কমিটির সভাপতি এহছানুল হক বিজুল মডেল উচ্চ বিদ্যালয়ে সম্প্রতি ৪টি পদে লোক নিয়োগ দিয়ে ৩৪ লক্ষ টাকা নিয়োগ বানিজ্য করেছেন। এছাড়া ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হওয়ার পর আবারো তাকে সভাপতি করার চেষ্টা চলছে। তাছাড়া স্নাতক পাশ না করেও এহসানুল হক বর্তমানে স্থানীয় বিজুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি পদে রয়েছেন। এর প্রতিবাদে তারা স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরে স্বারকলিপি পাঠিয়েছেন। সেজন্য বিষয়টি তদন্ত পূর্বক বিজুল মডেল উচ্চ বিদ্যালয়ে একটি সুষ্ঠু ম্যানেজিং কমিটি গঠনের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট মানববন্ধনে দাবি জানানো হয়।
এবিষয়ে বিজুল মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদ্য সাবেক সভাপতি এহসানুল হক বলেন, নিয়োগ বোর্ডের মাধ্যমে যথাযথভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তিনি আরো বলেন, সম্মানহানির জন্য তার বিরুদ্ধে এসব অপপ্রচার করা হচ্ছে। তিনি লোক নিয়োগে টাকা লেনদেনের বিষয়ে প্রমাণ দিতে বলেন।
বিজুল মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন আকন্দ বলেন, ম্যানেজিং কমিটি গঠন ও সভাপতি নিয়োগের বিষয়টি শিক্ষা বোর্ডের উপর নির্ভরশীল। শিক্ষা বোর্ডের নির্দেশনা মোতাবেক পরবর্তী কার্যক্রম করা হবে।
Leave a Reply