মোঃ সাইফুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর)
প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হলরুমে উপজেলা আনসার ও ভিডিপি প্রশাসনের আয়োজনে ১০ কার্যদিবস ব্যাপী গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের ৭ম দিনে সোমবার (৪ অক্টোবর) সকাল ১০টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে। অগ্নি নির্বাপন মহড়ায় আগুন নেভানোর বিভিন্ন কলাকৌশল শেখানো হয়।
এতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিরামপুর স্টেশন মাস্টার (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি’র টিআই মাহাবুবার রহমান এবং খাদিজা খাতুন, নারী ও পুরুষ সহ ৬৪ জন প্রশিক্ষণার্থী এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply