কাহারোল থেকে সুকুমার রায়,
১২ই সেপ্টেম্বর থেকে সারা দেশের ন্যায় দিনাজপুরের কাহারোল উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান গুলো পাঠদানের সকল প্রস্তুতি সম্পন্ন। অপর দিকে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান পাঠ দানের জন্য সরকারি নিদের্শনা মোতাবেক প্রস্তুতি সম্পন্ন হয়েছে কি না তা ১১ সেপ্টেম্বর শনিবার উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান ও উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাহাজাহান পরিদর্শন করেছেন।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে উপজেলায় ১২১টি প্রাথমিক, ৪০টি মাধ্যমিক, ৬টি নি¤œ মাধ্যমিক, ৬টি কলেজ, ৭টি মাদ্রাসা, ১টি কারিগরি কলেজ সহ ইতি মধ্যেই সকল শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষরা প্রতিষ্ঠান প্রাঙ্গন ও পাঠদানের কক্ষ পরিস্কার পরিচ্ছন্ন করা সহ অন্যান্য সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে।
রামচন্দ্রপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল হক জানান, স্কুল খোলার সিদ্ধান্তে শিক্ষার্থীদের পাঠ দানের বিষয়টি সামনে রেখে আমরা বর্তমানে সরকারের নির্দেশনায় শ্রেণি কক্ষগুলো পরিস্কার পরিচ্ছন্নতার কাজ কয়েক দিন আগেই শেষ করে পাঠ দানের উপযোগি করে গড়ে তুলেছি এবং বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য হ্যান্ড স্যানেটাইজার ও মাক্স এর ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
Leave a Reply