গাজীপুর থেকে এস.এম দুর্জয়ঃ
করোনাভাইরাসের প্রভাবে শ্রমিক সংকটের কারণে পাকা ধান কাটতে পারছেন না অনেক কৃষক।এই অবস্থায় দিশাহারা মেহনতী কৃষকদের পাশে দাঁড়িয়েছেন শ্রীপুর উপজেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং আদর্শ ও সেবামূলক সমাজকল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ আলী বি.কম।(২ মে) সকাল থেকে মোহাম্মদ আলী বি.কম তার কর্মীদের সাথে নিয়ে শ্রীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসহায় দরিদ্র কৃষকের জমির বোরো ধান কেটে বাড়িতে তুলে দেন।দেশের এই সংকটময় মুহূর্তে কৃষকদের পাশে দাঁড়িয়ে উপজেলা তাঁতীলীগের সভাপতি মোহাম্মদ আলী বি.কম,যে দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন সে কারণে খুশি এলাকাবাসী ও কৃষকরা।মেহনতী কৃষকরা বলেন যে,মোহাম্মদ আলী বি.কম ও তার নেতাকর্মীরা যদি আমাদের ধান কেটে না দিতেন তাহলে শ্রমিকের অভাবে হয়তো আমরা ধান বাড়িতে তুলতে পারতাম
না।কৃষকরা আরো জানান,ক্ষেতের ধান পেঁকেছে,কখন কালবৈশাখী ঝড় এসে সবকিছু লণ্ডভণ্ড করে দেয়।এনিয়ে আমরা বিপদে ছিলাম।উপজেলা তাঁতীলীগের সভাপতি মোহাম্মদ আলী বি.কম এর উদ্যোগে এবং তার নেতাকর্মীদের সাথে নিয়ে ধানগুলো কেটে দিয়েছেন।শ্রমিক খরচও বেঁচেছে, ফসলও রক্ষা হয়েছে।মানবিক নেতা মোহাম্মদ আলী বি.কম কে,অসহায় কৃষকরা তাকে ধন্যবাদ জানিয়েছেন।
মোহাম্মদ আলী বি.কম বলেন, বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হয়ে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছি।করোনার দ্বিতীয় ধাপ মহামারী আকারে ধারণ করায় শ্রীপুরে ধান কাঁটার শ্রমিক সংকট দেখা দিয়েছে।শ্রমিক না পাওয়ায় নিজ জমির পাকা ধান কাটতে পারছেন না কৃষকরা।এমতাবস্থায় শ্রীপুর উপজেলা তাঁতীলীগের সভাপতি মোহাম্মদ আলী বি.কম ও তার নেতাকর্মীদের সাথে নিয়ে কৃষকদের পাশে থেকে স্বেচ্ছাশ্রমে পাকা ধান কেটে দিয়েছেন।তিনি আরো বলেন,সারাবিশ্বে করোনার দ্বিতীয় ঢেউ মহামারী আকারে ধারণ করায় দেশব্যাপী চলছে লকডাউন।গরীব অসহায় হতদরিদ্র পরিবার কর্মহীন হয়ে পড়ায় লকডাউন ও সামনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় গরীব মানুষের মাঝে উপহার হিসেবে ঈদ সামগ্রী সহ নগদ অর্থ বিতরণ করেছি।গরীব অসহায় মানুষের চিকিৎসার জন্য সাহায্য সহযোগিতা করে যাচ্ছি।মোহাম্মদ আলী বি.কম সমাজের সকল বিত্তশালীদের উদ্দেশ্য করে বলেন,আপনারা সকলেই গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন।তিনি আরো বলেন,গরীব অসহায় মানুষের পাশে আছি এবং সবসময় তাদের পাশে থাকবো,সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে( ইনশাআল্লাহ)।মোহাম্মদ আলী বি.কম গরীব অসহায় সাধারণ মানুষের সেবক হিসেবে থাকতে চান।পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন।
Leave a Reply