মিনুর রহমান খান, ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি : প্রাথমিক শিক্ষা পরিবারের গর্বিত সদস্য একজন সৎ ও মানবিক উপজেলা শিক্ষা কর্মকর্তা জনাব মঈনুল হাসান স্যার আজ সকাল পৌনে ৯টার দিকে ঢাকার ইবনেসিনা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজেউন)।
তিনি অক্সিজেনের স্বল্পতায় গতকাল বিকেল ৫টার দিকে পাবনা সদর জেনারেল হাসপাতালে ভর্তি হন। ছাড়পত্র নিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার পথে রওনা হয়।
ঢাকার ইবনেসিনা হাসপাতালে ICU তে চিকিৎসাধীন অবস্থায় হার্ট এ্যার্টাকে তিনি ইন্তেকাল করেন। তার শরীরে করোনার লক্ষণ ছিল বলে জানান নিকটজনেরা। তিনি বিগত ১১/০২/২০২১ কোভিড-১৯ প্রথম ডোজ নিয়েছিলেন।
তিনি সম্প্রতি উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসাবে নাটোর সদরে যোগদান করেন। এর আগে তিনি ভাঙ্গুড়া থানা সহকারী শিক্ষা অফিসার, পাবনা সদরে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসাবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। পদোন্নতি পেয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসাবে তিনি সিরাজগঞ্জে পরে নাটোরের সিংড়া উপজেলায় কর্মরত ছিলেন।
তিনি ঈশ্বরদীর বাসিন্দা। মৃত্যকালে তিনি স্ত্রী, ২ ছেলে (বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু লুৎফুল হাসান ও ১০ম শ্রেণিতে পড়য়া দ্রুব) সহ আত্বীয় স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবারসহ প্রাথমিক শিক্ষদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
Leave a Reply