কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়েঅগ্নিসংযোগ করছে দুর্বৃত্তরা।
শনিবার (২০ ডিসেম্বর) ভোরে অফিস ভবনের পেছন পাশের জানালা দিয়ে অগ্নিসংযোগ করা হয় বলে জানিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। তবে সঠিক সময় নিশ্চিত করতে পারেননি তারা। সকালে ধোঁয়া দেখে আগুন লাগার বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসে। পরে নির্বাচন অফিসের প্রহরী ও স্থানীয় বাসিন্দারাআগুন নিয়ন্ত্রণে আনে।
নির্বাচন অফিসের নিরাপত্তারক্ষী রাজ্জাক বলেন, সকাল সাড়ের ৮টার দিকে এ ঘটনা ঘটে। আমি তখন দু’তলায় ছিলাম। ধোঁয়া ওআগুনের গন্ধে নিচে নেমে আগুন দেখতে পাই।
জেলা নির্বাচন অফিসের হিসাবরক্ষক মো. আসদুজ্জামান বলেন, যে কক্ষে আগুন দেওয়া হয়েছে সেটা সদর উপজেলা নির্বাচনঅফিসের স্টোর রুম। এখানে ভোটারদের সমস্ত তথ্য জমা রাখা হয়।
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু দাউদ জানান, আগুনে কিছুনথি ক্ষতিগ্রস্থ হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। স্টোররুমের পেছনের জানালার পাশ থেকে আগুন লাগানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কুষ্টিয়া পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, জেলা নির্বাচন অফিসে একটা দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। নিচে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কিছু কাগজপত্র পুড়েছে। তবে ভালো বিষয় হচ্ছে, আগুন লাগার সঙ্গে সঙ্গে এখানকার স্টাফরা নিভাতে সক্ষম হয়েছেন। আমরা সবদিক বিবেচনা করছি। এটা কোনো নাশকতার ঘটনা, না কি এক্সিডেন্টলি তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা এ বিষয়ে তদন্ত করছি।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কবির হোসেন মাতুব্বর বলেন, ভোরে কিছু দুস্কৃতিকারী নির্বাচনী অফিসে আগুন দেয়ার চেষ্টা করেছিল। এতে নিচ তলায় কিছু ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে বড় কোন ক্ষয়ক্ষতি হয়নি। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীমোতায়েন করা হয়েছে।
এদিকে সকাল সাড়ে ৯টার দিকে নির্বাচন অফিস পরিদর্শনে যান কুষ্টিয়া জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন। সকাল ১০টার দিকে সেখানে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে রুদ্ধদ্বারবৈঠকে বসেন।
Leave a Reply